রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চাঁপাইনবাবগঞ্জে মৌসুমী বারি-১১ জাতের আম নিয়ে মাঠ দিবস

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত অমৌসুমী বা বারমাসি বারি-১১ জাতের আম নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী মাঠ দিবসের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যাণতত্ব গবেষনা কেন্দ্র। কেন্দ্রের ভারপ্রাপ্ত মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বারি মহা-পরিচালক ড. বাবুল কালাম আজাদ ও বিশেষ অতিথি হিসেবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হুদা বক্তব্য দেন। এছাড়াও বক্তব্য দেন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.জমির উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ লাক্ষা গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুখলেসুর রহমান, রাজশাহী ফল গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুদ্দিন। ফল বিজ্ঞানীরা জানান, বারি-১১ জাতের আমগাছে সারাবছরই আম ফলানো সম্ভব। ৩বার পর্যন্ত এ জাতের গাছে আম ধরতে পারে। তবে যে মৌসুমে বাজারে আম থাকে না তখন এটির উৎপাদন কৃষকের জন্য লাভজনক হতে পারে। বারি-১১ চাষ সম্প্রসারণ করা গেলে বাজারে সারা বছরই আম পাওয়া যাবে। এছাড়া এই জাতের আমের স্বাদ ও অনান্য গুনাগুণ ভাল। লাভজনক এই জাতটির বাগান সৃষ্টি ও বৃদ্ধির উৎসাহ দেন বক্তরা। মাঠ দিবসে আম্প্রালি ও পালমার জাতের ক্রসে সৃষ্ট নতুন একটি সম্ভাবনাময় আম গাছও দেখানো হয়।