চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে আরো ১৬ জনকে জরিমানা

98

 চাঁপাইনবাবগঞ্জেকরোনা মোকাবেলায় জারি থাকা সরকারি নির্দেশানা অমান্য করায় আরো ১৬ জনকে ৮ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের বিচার শাখা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের নেতৃত্বে ভোলাহাটে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ-সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ১ জনকে ২ হাজার টাকা জরিমানা করেন তিনি।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা সদরে পরিচালিত মোবাইল কোর্টে সরকারি নিদের্শনা অমান্য করায় ১৩ জনকে ৬ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে ১জনকে ২ হাজার টাকা, ২জনকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা, ১জনকে ৫শ টাকা এবং ৯ জনকে ১ হাজার ৮শ টাকা জরিমানা করেন তিনি।
এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে জেলার শিবগঞ্জ উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ-সময় ২জনকে ৩শ টাকা করে জরিমানা করেন তিনি।
আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্ট থেকে ম্যাজিস্ট্রেটগণ জনসাধারণকে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে পরামর্শ দেন এবং সরকারি নিদের্শনা মেনে চলার বলেন।