চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
সদর উপজেলার মাহারজপুর ইউনিয়নের লালাপাড়া এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় ফজলুর রহমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি একই ইউনিয়নের গোয়ালটুলী গ্রামের মৃত সাজ্জাত মন্ডলের ছেলে। ঘটনার পরপরই মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়। বৃদ্ধের বাড়ির অদূরেই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর দেড়টার দিকে সদরের বারঘরিয়া থেকে সোনামসজিদের দিকে যাওয়া মোটরসাইকলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে আহত হন ফজলুর। তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। পুলিশ মোটরসাইকেল জব্দ করেছে। চালককে শনাক্তের চেষ্টা চলছে। বৃদ্ধের মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।