চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস) কোর্সের সমমানের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা শহরের বাতেন খাঁর মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. মাসিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী রিফাত, সদস্য সচিব শাওয়াল আলী, সদস্য মাকসুদা খাতুন, সুমাইয়া আক্তার, সীমাসহ নার্সিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা যথাযথ কর্তৃপক্ষ এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। আমরা রাস্তায় নয়, কর্মস্থলে থাকতে চাই।
তারা নার্সিং ডিপ্লোমা কোর্সকে স্নাতক (পাস কোর্স) সমমান দেওয়ার দাবি জানান। দাবি পূরণ না হলে ক্লাস বর্জনসহ আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।