চাঁপাইনবাবগঞ্জে মা-শিশুর স্বাস্থ্য বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পরিবার পরিকল্পনা ও মা-শিশুর স্বাস্থ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য। অন্যদের মধ্যে আলোচনা করেন— চাঁপাইনবাবগঞ্জ সদরের মেডিকেল অফিসার ডা. রিজিওয়ান ইসলাম মিঞা এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. হাসনা রওশন।
আলোচনা সভায় ৪০ জন গর্ভবতী মা বিভিন্ন ওয়ার্ডের পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীরা অংশগ্রহণ করেন।