চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন 

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই আদেশ দেন।
দণ্ডিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের কোদালকাটি রোডপাড়ার নজরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩৫)।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২২ সালের ১৯ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী মধ্যচর এলাকায় ফারুকের বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে মাদক মজুত রয়েছে। এরপর র‌্যাবের একটি দল দিবাগত রাত সোয়া ১টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বিশেষ কায়দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ ফারুককে আটক করে র‌্যাব। ওই দিন র‌্যাবের এসআই মো. শাহজাহান আলী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আকতারুজ্জামান তদন্ত শেষে ফারুককে অভিযুক্ত করে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দণ্ড দেন।