চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলতক আসামী গ্রেপ্তার
শিবগঞ্জ উপজেলা থেকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের একটি মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো.কাজলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ । তিনি শিবগঞ্জের বাটাগ্রাম এলাকার সেরাজুল ইসসলামের ছেলে। আজ সকাল সাড়ে ১১টার দিকে দাইপুকুরিয়া ইউনিযনের মফিজ মোড় এলাকা থেকে কাজলকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন,২০১৪ সালে গোমস্তাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)(বি) ধারায় দায়ের মামলায় ২০২৪ সালে ১০ বছরের কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড হয় কাজলের। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের পর বিকালে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।