Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মো. মিলন (২৬) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত ব্যক্তি রাজশাহী জেলার তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের শিবরামপুর (পশ্চিমপাড়া) গ্রামের মো. শাহলালের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম বলেন, ২০২২ সালের ২ জুন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের রাধুনীডাঙ্গা গ্রামে গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন মিলন। এ ব্যাপারে ওই দিন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মশিউর রহমান বাদী হয়ে মিলনকে আসামি করে সদর থানায় দায়ের মামলা করেন। ২০২২ সালের ২৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক অনুপ কুমার সরকার মিলনকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

Exit mobile version