চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

430

আগামী ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গণসচেতনতামূলক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শিশু একাডেমির সহযোগিতায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৪টি গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুসহ ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলমের সভাপতিত্বে, অনুষ্ঠিত আলোচনা সভায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, বাল্য বিয়ে প্রতিরোধসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন। এ ছাড়াও বক্তব্য দেন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খায়রুল আলম। পরে মাদক বিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।