চাঁপাইনবাবগঞ্জে মহিলাদের আয়বর্ধক প্রকল্প পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক

136

চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রকল্প পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শফিকুজ্জামান। আজ দুপুরে তিনি জেলা শহরের আরামবাগ এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয়ে প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেন। এসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতার, গ্রামীণ সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষক নজিবুল ইসলাম, মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষক আনোয়ারুল আহসান, সফটওয়ার প্রশিক্ষক হাসান আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রকল্পের আওতায় দেশের ৬৪টি জেলা শহরে মহিলাদের বিনামূল্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং ট্রেড কোর্সের অধীনে ৩ মাস মেয়াদী কম্পিউটার, মোবাইল ফোন সার্ভিসিং ও সফটওয়ার সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে চলমান প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ পরিদর্শনের পর প্রকল্প পরিচালক আগের ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক বলেন, আগে এসব প্রশিক্ষণ টাকা খরচ করে করতে হতো। কিন্তু বর্তমান সরকার নারীদের এগিয়ে নিতে এসব প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করেছে। তিনি এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদেরকে স্বাবলম্বী ও দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণার্থী নারীদের প্রতি আহব্বান জানান।