চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর অর্থদন্ড

212

চাঁপাইনবাবগঞ্জ  শহরের পুরাতন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আজ বিকেলে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এদের একজন গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী ও একজন পেঁয়াজ ব্যবসায়ী। অগ্নি নির্বাপক যন্ত্র না রাখার দায়ে সিলিন্ডার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা ও লাইসেন্স ত্রুটি থাকায় পেঁয়াজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্্েরট দেবেন্দ্র নাথ উঁরাও। আদালতের সাথে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পুরাতন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানকালে দেখা যায় বেআইনিভাবে এক ব্যবসায়ী তার দোকানের সামনে গ্যাসভর্তি সিলিন্ডার রেখে বিক্রি করছে। ওই ব্যবসায়ীর দোকনে অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও তা নষ্ট। এছাড়া ব্যবসায়ী আব্দুর রাকিব ওই যন্ত্রের ব্যবহারও জানেন না। প্রকাশ্যে তিনি ওই যন্ত্র দিয়ে আগুন নেভাতে ব্যর্থ হয়ে বালু দিয়ে আগুন নেভান। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ অবস্থায় গ্যাস সিলিন্ডার রাখা ও অগ্নি নির্বাপক না রাখার দায়ে আব্দুর রাকিবকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে লাইসেন্সে ত্রটি থাকায় ওই বাজারের এক পেঁয়াজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।