চাঁপাইনবাবগঞ্জে ভূমি মেলা-২০২৫ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে আগামীকাল ভূমি মেলা-২০২৫ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন- আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। এ সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে ব্যাপক প্রচার প্রচারণা করা আবশ্যক। এমতাবস্থায় বাংলাদেশ সরকার আগামী ২৫-২৭ মে ২০২৫ তিনদিনব্যাপী দেশজুড়ে ভূমি মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি মেলার আয়োজন করা হয়েছে। জেলা পর্যায়ে জেলা প্রশাসন ও রাজস্ব সার্কেল/ সদর উপজেলা ভূমি অফিসের সাথে সমন্বয় করে মেলাটি তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক বলেন-অনুষ্ঠিতব্য ভূমি মেলায় সেবা গ্রহীতাদের নিম্নবর্ণিত সেবা প্রদানের ব্যাপারে গুরুত্বারোপ করা হবে।
১. অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এর জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হচ্ছে এ সম্পর্কে ব্যাপক প্রচার করা এবং জনসাধারনকে ভূমি বিষয়ে সচেতন করা হবে।
২. ই-নামজারির আবেদন গ্রহণ।
৩. নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান।
৪. অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ।
৫ অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা।
৬.মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গনশুনানি, আপত্তি/আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তরসহ ইত্যাদি সকল সেবা জনসাধারণের মাঝে পৌঁছে দেয়া।
৭. এছাড়াও সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা সর্বদা নিয়োজিত রাখা হবে।
আব্দুস সামাদ বলেন- সাধারণ নাগরিকগণকে সচেতন করার লক্ষে ভূমি মেলা-২০২৫ উপলক্ষ্যে মন্ত্রণালয় হতে সরবরাহকৃত ভূমিসেবা বিষয়ে সহজপাঠ্য একটি স্বয়ংসম্পূর্ণ ‘ভূমি আমার ঠিকানা’ নামক বুকলেট নাগরিকের নিকট পৌঁছানো হবে।
জেলা প্রশাসক এ জেলার সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তির বিষয়ে সচেতনতা তৈরিতে সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে একযোগে আয়োজিত ভূমি মেলা-২০২৫ উপলক্ষে ভোলাহাট উপজেলায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবারমডেল মসজিদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান সংবাদ সম্মেলনের করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় ভূমি সেবাসমূহ ডিজিটাল মাধ্যমে পৌঁছে দেয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করা। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচার, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি সেবা স্টল, ছাত্রদের জন্য কুইজ প্রতিযোগিতা, সেবা প্রার্থীদের অভিযোগ গ্রহণ, রেকর্ড ও সমাধানের ব্যবস্থা, সার্বক্ষণিক সেবাবুথে কর্মকর্তার উপস্থিতি, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট ও বুকলেট বিতরণ, বেসরকারি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের বুথ অংশ নিবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেন, এই ভূমি মেলা উপজেলা পর্যায়ে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমি সেবার স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে। তিনি সবাইকে ভূমি মেলায় উপস্থিত থেকে সেবা গ্রহণ এবং ভূমি বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রেস ব্রিফিং-এ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।