চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরু, মাদকদ্রব্য ও পোষাক সহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগরঞ্জের সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় বিজিবি ও র‌্যাবের পৃথক চারটি অভিযানে ভারতীয় ২টি গরু, ৪৭ বোতল মদ,২০০ পিস ইয়াবা এবং ২৮টি ভারতীয় শাড়ি ও ৩১টি চাদর জব্দ হয়েছে। এর মধ্যে র‌্যাবের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ সেন্টু রহমান নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার পারুইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রাজবাড়ীহাট গন্ধশাইল গ্রামের মইদুল রহমানের ছেলে। বিজিবি ও র‌্যাব জানায়, গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। বিজিবি জানায়,গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ৪টা পর্যন্ত সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে ৩টি পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে কেউ আটক না হলেও সদরের জহুরপুরটেক বিওপির টহলদল সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে অভিযান চালিয়ে ২টি ভারতীয় গরু জব্দ করে। সদরের বাখের আলী বিওপির টহল দল বাখের আলী গ্রামে অভিযান চালিয়ে ২৮টি শাড়ী ও ৩১ টি চাদরসহ মোট ৫৯টি বস্ত্র জব্দ করে। শিবগঞ্জের ফতেপুর বিওপির টহলদল শিবগঞ্জের পাঁকা ইউণিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪৭ বোতল মদ জব্দ করে। এসব চোরাচালান মালামালের মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জব্দ ৪৭ বোতল মদ শিবগঞ্জ থানায় এবং ২টি গরু ও ৫৯টি বস্ত্র চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্তে বিজিবি তৎপর রয়েছে বলেও জানান অধিনায়ক। এর আগে আজ সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকাল ৪টার দিকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর ৬ নং ওয়ার্ডের হুজরাপুর খাজাবাবা ঢাকা কোচ টার্মিনাল সংলগ্ন পুকুর পাড়ে অভিযান চালানো হয়। অভিযানে ২০০ পিস ই্য়াবা সহ গ্রেপ্তার হন সেন্টু। এ ঘটনায় গোমস্তাপুর থানায় আসামীকে সোপর্দ করে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।