চাঁপাইনবাবগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত
চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা জন্মষ্টমী উদযাপন কমিটির আয়োজনে শহরের শিবতলা চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকারানী মন্দিরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও। কমিটির সভাপতি শ্যাম কিশোর দাস গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক নারু গোপাল পাল। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি ডাবলু কুমার ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক দিলীপ রায়, হিন্দু সম্প্রদায়ের নেতা বিধান ভট্টাচার্য, রানা প্রতাপ আচার্য, মন্দির কমিটি সাধারণ সম্পাদক অজিত দাস, জেলা প্রধান ডাকঘরের সাবেক পোষ্টমাষ্টার লক্ষণ দাস, ইসকন প্রচার কেন্দ্র সাধারণ সম্পাদক আশ্রয় নরোত্তম দাস, তরুন সাহাসহ অন্যরা। এদিকে, জেলা প্রশাসন ও হিন্দু ধর্শীয় কল্যান ট্রাষ্টের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জন্মাস্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হিন্দু ধর্মীয় নেতাসহ আদিবাসী ও মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা উপস্থিত ছিলেন।