চাঁপাইনবাবগঞ্জে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ার্নেস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

19

বাংলাদেশ গার্ল গাইডস এসোশিয়েশন জাতীয় কার্যালয়ের Leadership For implementing awareness program on screening of breast and cervical cancer শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা গার্ল গাইডস এসোশিয়েশনের সদস্য ও অন্যান্য কমিউনিটি নারী সদস্যদের নিয়ে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ার্নেস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কল্যাণী মহিলা সংস্থা সম্মেলন কক্ষে রাজশাহী অঞ্চলের বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) ও ইডেন সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের আঞ্চলিক কোষাধক্ষ্য ইফফাত আরা রাকা, জেলা গাইড কমিশনার সাবরিনা শারমিন বনি, ট্রেইনার তানজিনা বিনতে হান্নান। প্রশিক্ষণটির রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডা. মৌসুমি সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন গার্ল গাইডস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার জেলা কমিশনার গৌরী চন্দ সেতু, সম্পাদিকা রোকসানা আহমদ, কোষাধ্যক্ষ মনসুরা খাতুন গার্ল গাইডসের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের শুরুতেই ফুলেল শুভেচ্ছা দিয়ে অতিথিদের স্বাগতম জানান গার্ল গাইডসের সদস্যরা এরপর কোরআন ও গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। পরে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার জেলা কমিশনার গৌরী চন্দ সেতু। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) ও ইডেন সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ গার্ল গাইডসের সদস্যদের উদ্দেশ্য করে বলেন, তোমাদের দুটি হাত রয়েছে একটি হাত নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে আরেকটি হাত সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকের এই প্রশিক্ষণটি নিজেদের জানার পাশাপাশি সমাজে অন্যদেরও জানাতে হবে। আমাদের এখনো অনেক সময় আছে সমাজকে কিছু দিয়ে যাবার। লজ্জা না করে নিজেকে জানতে হবে এবং অপরকে জানাতে হবে। আমরা সুন্দর ও সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়বো এবং বাংলাদেশের গার্ল গাইডসকে আরো সামনের দিকে এগিয়ে যাবো। উল্লেখ্য, গার্ল গাইডস এসোশিয়েশনের সদস্য ও অন্যান্য কমিউনিটি নারী সদস্যসহ মোট ৪১ জনকে এই প্রশিক্ষণ দেয়া হয়।