চাঁপাইনবাবগঞ্জে বেগুনের কেজি ৮০ টাকা

54

চাঁপাইনবাবগঞ্জের কাঁচাবাজারগুলোয় এখন শীতের সব ধরনের সবজিতে ভরপুর। তবুও প্রতি কেজি বেগুনের দাম ৫০-৮০ টাকা। উৎপাদন ব্যয় বৃদ্ধির পাশাপাশি অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির কারণে দাম কমবে না। বিক্রেতারা বলছেন, সার, সেচ, কীটনাশক, কৃষিশ্রমিক এবং জমির লিজের মূল্যবৃদ্ধির কারণে কৃষকের উৎপাদন ব্যয় অনেকাংশে বেড়ে গেছে। ফলে বেগুনসহ সকল প্রকার শাকসবজির দাম এখন থেকে এরকমই থাকবে। শুক্রবার (২৪ নভম্বের)নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে জানা যায়, প্রতি কেজি ঘিওন বেগুন খুচরা ৮০ টাকা এবং ইরি বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা। ফুলকপি ৪০ টাকা, পাতা কপি ৩৫-৪০ টাকা, মুলা ৩০ টাকা, কাঁচকলা ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচামরিচ ১০০-১২০ টাকা, পটোল ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, টমেটো ১৪০ টাকা, গাজর ৮০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ৩০ টাকা, কুমড়া ৩০-৩৫ টাকা, টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে কচু বিক্রি হচ্ছে ৯০ টাকা, নতুন আলু ১২০-১৪০ টাকা, পুরাতন হল্যান্ড আলু ৫০ টাকা ও দেশী আলু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মুরগি বিক্রেতা আলম জানান, দেশী মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৭০ টাকা। গত কয়েকদিন থেকে দেশী মুরগির দাম বেশি বলে তিনি জানান। তিনি বলেন গত বৃহস্পতিবার বিক্রি হয়ে ৫০০ টাকা কেজি দরে। এছাড়া সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৩০ টাকা, প্যারেন্স সাদা ২৬০-২৭০ টাকা, লাল লেয়ার ৩২০ টাকা, ব্রয়লার ১৬০ থেকে ১৬৫ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা থেকে ৭৫০ টাকা এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার টাকা।
মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, নতুন স্বর্ণা চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৮-৫০ টাকা, সাদা স্বর্ণা ৪৫ টাকা, আটাশ চাল মানভেদে ৫২ থেকে ৫৮ টাকা, জিরাসাইল ৬২ থেকে ৬৫ টাকা, মসুর ডাল ১২৫-১৩০ টাকা, মটর ডাল ১১০ টাকা, ছোলার ডাল ১০৫ টাকা, মুগ ডাল ১৩০ টাকা, দেশী ছোট সাইজের পেঁয়াজ ১৩০ টাকা এবং একটু বড় সাইজের ১৪০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৮৫-৯০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। ডিমের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে প্রতি হালি ৪০ টাকা। এদিকে মাছ বিক্রেতারা জানান, ২ কেজি ওজনের কাতল মাছ ৩২০-৩৫০ টাকা, রুই ২৭০-৩৪০ টাকা, চিংড়ি ৭২০ টাকা থেকে, ছোট কই মাছ ৩০০ টাকা, পাবদা ৩৬০ টাকা, বাচা ৪০০ টাকা থেকে ৮০০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে।