চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কাইসাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল ৩টায় কৃষ্ণগোবিন্দপুর ধুমিহায়াতপুর গোরস্থন প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুলুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।