চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সেরাজুল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার বাসুনিয়াপট্টি মহল্লা নিবাসী বীর মুক্তিযোদ্ধা সেরাজুল হক (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল সাড়ে ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভভনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,৪ মেয়েসহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যা ৬টায় শহরের নিমতলা কেন্দ্রীয় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের বাদ মাগরিব ওই ঈদগাহে নামাজে জানাজা শেষে শহরের ফকিরপাড়া গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সের উপ-পরিদর্শক(এস্আই-সশস্ত্র) আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, মোস্তাক হোসেন, মোফাজ্জল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।