01713248557

sm@radiomahananda.fm

LIVE

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জ শহরের শংকরবাটি বটতলাহাট মোল্লাপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল বিকাল ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে সহ বগু গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ৯টায় বটতলাহাট গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, সদর থানার পরিদর্শক(তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, আব্দুর রহমান, জয়নাল আবেদীন, মোস্তাক হোসেনসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।