চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সোনার উদ্দিনের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সোনার উদ্দিন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল রাত ১১টার দিকে শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের পিয়ালিমারি গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তিন ছেলে,তিন মেয়ে সহ বহু গূণগ্রাহি রেখে গেছেন। আজ সকাল ১১টায পিয়ালিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) এস এম শাকিল রেজা, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু,গোলাম মোস্তফা, জব্দুল হক,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।