চাঁপাইনবাবগঞ্জে বীমা দিবস পালিত

64

‘মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ‘জাতীয় বীমা দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শোভাযাত্রাটির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান, সহকারী কমিশনার চন্দন করসহ জেলায় বিভিন্ন বীমা কোম্পানীতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ। উদ্বোধন শেষে বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীরা এক মটরসাইকেল শোভাযাত্রা করে। মটরসাইকেল শোভাযাত্রাটি জেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। উল্লেখ্য, বাংলাদেশে ১৯৭৩ সালে সাধারণ বীমা ও জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে বীমা খাতের শুরু হলেও ২০২০ সালের ১ মার্চ প্রথমবারের মত জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ২য় বারের মত সোমবার দিবসটি পালিত। জাতীয় বীমা দিবস উপলক্ষে ১ মার্চ ঢাকায় বঙ্গবন্ধু বীমা মেলার আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। দিবসটি উপলক্ষে আইডিআরএ নিজস্ব অর্থায়নে চালু করছে ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’। এর বার্ষিক প্রিমিয়াম ৮৫ টাকা।