চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত; মা ও শিশু মৃত্যুর হার কমাতে গুরুত্বারোপ

‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষৎ হোক আলোকিত’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। আজ দিবসটি পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে সিভিল সার্জন অফিস। সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে কোর্ট চত্বর ঘুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন। তিনি তার বক্তব্যে বলেন, মাতৃমৃত্যু হার কমানোর জন্য মায়েদেরকে গর্ভকালীন অবস্থায় চারবার চেকআপ করতে হবে। কোনোভাবেই ৬ মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার বাচ্চাকে খাওয়ানো যাবে না। সিভিল সার্জন আরো বলেন সন্তান জন্মদানে মায়েরা যেন প্রাতিষ্ঠানিক ডেলিভারিটা করেন। আর বাড়িতে ডেলিভারি করার ক্ষেত্রে সেখানে যেন প্রশিক্ষিত ধাত্রী দ্বারা করানো হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাচ্চা জন্মের সময় মা ও নবজাতক যেন সঠিক পরিচর্যা পায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের মাতৃ ও শিশু মৃত্যুর হারটা অনেক কমে যাবে। এর ফলে আমাদের এসডিজির যে লক্ষ্যমাত্রা, সেটি আমরা পূরণ করতে পারব। এসময় অন্যানোর মধ্যে বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার ডা. এএসএম আশরাফুজ্জামান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম।

পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ’র সার্ভেইলেন্স অ্যান্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. ফারহানা হক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আস শামস তিলক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোসা. শামশুন নাহার, সূর্যের হাসি ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার শামীমা খাতুন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, ইসিসিসিপি-ড্রাইট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বুকল কুমার ঘোষ, অফিসার শাহরিয়ার শিমুলসহ ব্র্যাক, প্রয়াস, সূর্যের হাসি ক্লিনিক, ডাসকো ও আপস এনজিওর প্রতিনিধিরা।