Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন

রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট এর জন্মদিন এবং বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। আজ সকালে জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা রেডক্রিসেন্টের সাবেক সম্পাদক হাসান মাহমুদ সান্টু। এছাড়া বাংলাদেশ রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কার্যকরী কমিটির সদস্য আবু সুফিয়ান, মাহমুদুর রহমান রোমান, আব্দুর রাকিব, জেলা যুব প্রধান সুমাইয়া ইসলাম ছাড়াও নবাবগঞ্জ সরকারি কলেজ, হরিমোহন সরকারি বিদ্যালয়, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট সদস্য ছাত্রছাত্রী ও শিক্ষকগণ। আলোচনা সভায় বক্তারা রেডক্রিসেন্টের সদস্যদের মানবিক হওয়া এবং মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানান।

Exit mobile version