চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

93

“মাটি : খাদ্য সূচনা যেখানে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
জেলা প্রশাসন ও জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে সংক্ষিপ্ত র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোখলেসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.  নুরুল ইসলাম।
বক্তারা বলেন, মাটির দেহ সুস্থ থাকলে ফসল ভালো হবে এবং মাটির উর্বরতা বজায় থাকবে। টেকসই মাটি ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন করতে হবে। মাটির উর্বরতা রক্ষায় কৃষকদের আরো সচেতন হতে হবে। মাটির অবক্ষয় কিভাবে সর্বোত্তম উপায়ে নিয়ন্ত্রণ করা যায়, তা নির্ধারণে বিশদ জ্ঞান অর্জনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মাটি পরীক্ষা করতে হবে।