চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পানি দিবস উদযাপন

98

‘ভূগর্ভস্থ পানি : অদৃশ্য সম্পদ-দৃশ্যমান প্রভাব’Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পানি দিবস-২০২২ উদ্্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পানি উন্নয়ন বোর্ড র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে প্রথমে র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কু-ু। স্বাগত বক্তব্য দেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খান পানিসম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের ডেল্টা প্ল্যান নিয়ে আলোচনা করেন।