চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

238

“এইচআইভি পরীক্ষা কারুন, নিজেকে জানুন” স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস এবং জেলায় কর্মরত বিভিন্ন এনজিও’র সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় আধুনিক সদর হাসপাতাল চত্বর হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে আধুনিক সদর হাসপাতাল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এইডসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, সিভিল সার্জন ডা. এসএমএফ খাইরুল আতার্তুক। এসময় আরও উপস্থিত ছিলেন, নার্সিং সুপারভাইজার মোসা. মরিয়ম খাতুন, বেসরকারি সংস্থা আপস এর বিআইসি কো-অর্ডিনেটর আব্দুর রাজ্জাক, লাইট হাউজের প্রতিনিধিসহ অন্যান্যরা। সভায় বক্তারা এইডসের ঝুঁকি থেকে সবাইকে নিরাপদ থাকতে বিভিন্ন ধরনের পরামর্শ ও পদ্ধতি গ্রহণের কথা জানানো হয়।