চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা

43

সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা- প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শরিয়তুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আনজিম মাকসুদ, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, এনজিও প্রতিনিধি আমিনুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার (রেজিঃ) ফিরোজ কবির। আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।

এদিকে, গোমস্তাপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রইসুল ইসলাম, সাংবাদিক ইয়াহিয়া খান রুবেল, সমাজসেবা কার্যালয়ের সুপারভাজার সফিকুল ইসলাম, রহনপুর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রুবেল আলীসহ অন্যরা।