চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম মৃত্যুবার্ষিকী পালিত

144

চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি আলোচনা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। প্রধান আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রভাষক ড. ইমদাদুল হক মামুন। আলোচনার বিষয় ছিল ‘রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু’। স্বাগত বক্তব্য দেন- জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল। আবৃত্তিতে অংশ নেন- গোহালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাচিকশিল্পী আকসারিন ও নামোশংকরবাটি ডিগ্রি কলেজের প্রভাষক মেসফেকুস সালেহীন। রবীন্দ্র সংগীত পরিবশেন করেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীরা।
এসময় বিশিষ্ট সংগীত শিল্পী মেহবুব রাজা, ওস্তাদ আলাউদ্দিন, নামোশংকরবাটি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম ফারুক মিথুনসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।