চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মাদক স্পটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২২ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক

231

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বিভিন্ন মাদক স্পটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ২২ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থকে জানানো হয় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট খাদিজা বেগমের সমন্বয়ে গতকাল দুপুর ১২ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেও আটক করে। আটককৃত আসামীদের মধ্যে ১নং আসামীকে ৩ মাসের, ২নং হতে ৬নং পর্যন্ত ৫ জন আসামীকে ২ মাসের, ৭নং হতে ১২নং পর্যন্ত ৬ জন আসামীকে ১ মাসের, ১৩ নং ও ১৪নং আসামীকে ১৫ দিনের, ১৫নং থেকে. ২১নং পর্যন্ত ০৭ জন আসামীকে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ২২নং আসামীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত টাকা তাৎক্ষণিক আদায় করে সরকারী কোষাগারে জমা করা হয়। এছাড়াও ঘটনাস্থলে ধৃত আসামীদের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা-, ২৭ হাজার লিটার চোলাই মদ- ০৯ টি এ্যাম্পল ইনজেকশন- ৭ টি গাঁজা কলকি-, ৬ টি দিয়াশলাই উদ্ধার করা হয় যা ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়।