চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংগঠনের ঈদ উপহার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ১ হাজার ৮০০ শাড়ি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে শাড়িগুলো বিতরণ করা হয়।
এর মধ্যে ধাইনগর, মনাকষাসহ কয়েকটি ইউনিয়নে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী নিজে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন। এ সময় তিনি বলেন- ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ১ হাজার ৮০০ শাড়ি বিতরণ করা হলো।
ইকর’অ-র ঈদ উপহার পেল ৫০ পরিবার
চাঁপাইনবাবগঞ্জে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বল্প আয়ের ৫০টি পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইকর’অ। শনিবার সকালে জেলাশহরের বিশ্বরোড মোড়ে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা ও সমাজসেবক ওমর ফারুক, সভাপতি ওবায়দুল হক, সহসভাপতি শাহিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য মাশরাফি, সংগঠনের সদস্য বাঁধন, হাসান আলীসহ অন্যরা।
ঈদের উপহারের মধ্যে ছিল- আতপ চাল, লাচ্চা সেমাই, চিনি, সয়াবিন তেল, দুধ, পাপড়, নুডলসসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
সংগঠনটির সভাপতি ওবায়দুল হক ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন- স্বেচ্ছাসেবী সংগঠন ইকর’অ-র পক্ষে থেকে ৫০টি পরিবারকে ঈদ উপহার দেয়া হয়েছে। এটি সামান্য হলেও পরিবারগুলোকে ঈদ উদ্যাপনে সহায়তা করবে। ভবিষ্যতে বড় পরিসরে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শিবগঞ্জে “সেবা সংস্কৃতিতে আমরা” এর উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ
“সেবা সংস্কৃতিতে আমরা” সেচ্ছাসেবি সংগঠনের উদ্যোগে শিবগঞ্জে গরিব মেহনতি মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ এবং ইফতার অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। সংগঠনের সভাপতি আবু মহারিপের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জুয়েল, ৭১ টিভি ও সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকন, ডেইলি ট্রাইবুনাল জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, প্রভাষক নুরতাজ আলম সহ অন্যরা।