চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

87

Root of Life জীবনের মূল সংগঠনের উদ্যোগে প্রায় ৪৩০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যলয়ে। পৌরসভার ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম তৌহিদ। আয়োজন পরিচালনার স্পন্সর ল্যাবওয়ান মেডিকেল সেন্টার। এছাড়াও সার্বিক কাজে সহযোগিতা করেছেন সংগঠনের এডমিন সাদিয়া খাতুন ও নাজমীন আক্তার সুরাইয়া সহ মহিলা টিমের সদস্যবৃন্দ। হাসিনা গার্লস স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বক্তব্যে বলেন রক্তের গ্রুপ নির্ণয় করা টা অতান্ত্য জরুরী এতে আপনার প্রয়োজনে আমি,আমার প্রয়োজনে আপনি রক্ত দিতে পারবেন। বিপদে আপদে জনগন একে অপরের পাশে দাঁড়িয়ে সহজেই রক্তদানের মাধ্যমে জীবন বাঁচাতে পারেন। আর আমাদের ছাত্রীদের স্কুল আইডি কার্ড বানানোর জন্য রক্তের গ্রুপ জানাটা অত্যন্ত জরুরী ছিলো। বাইরে থেকে করালে সেখানে অর্থের প্রয়োজন ছিলো এখন সেটা আমরা বিনামূল্যে পেয়ে গেলাম। আমরা প্রতি বছর আমাদের বিদ্যালয়ে এই মহৎ উদ্যোগ করাতে চাই। জড়ড়ঃ ড়ভ খরভব জীবনের মূল সংগঠনের এ উদ্যোগে জেলাবাসী আনন্দিত তাদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ।