চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে, ৮টি ভারতীয় গরু এবং ৫ হাজার পিস ভারতীয় নেশার ট্যাবলেট জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে চোরাচালানকৃত ৮টি ভারতীয় গরু এবং ৪ হাজার ৯৬০পিস নেশাজাতীয় টেনসিউইন নামক ট্যাবলেট জব্দ করেছে ৫৯ বিজিবি। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি বলে জানায় বিজিবি। পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে আরো জানানো হয়, আজ ভোরে সদরের সূর্যনারায়ানপুর এলাকায় জহুরপুরটেক ও জহুরপুর বিওপি এবং শিবগঞ্জের মনোহরপুর বিওপির ৩টি বিশেষ টহলদল ৮টি গরু জব্দ করে। এর মধ্যে জহুরপুরটেক বিওপি ৪টি এবং জহুরপুর ও মনোহরপুর বিওপি ২টি করে গরু জব্দ করে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ণের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, চোরাকারবারীরা ভারত থেকে গবাদিপশু বাংলাদেশে এনে পদ্মা নদীতে ভাসিয়ে ও অনান্য স্থানে লুকিয়ে রেখেছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গরুগুলো জব্দ করা হয় এবং তা চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়।

অন্যদিকে, সকাল ৭ টায় শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে অভিযানকালে এক চোরকারবারীকে ভারত থেকে বাংলাদেশে আসতে দেখে টহল দল তাঁকে চ্যালেঞ্জ করে। এতে ওই চোরকারবারি তাঁর হতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল বস্তা তল্লাশী করে এর ভেতরে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় থাকা ৪ হাজার ৯৬০ পিস নেশাজাতীয় ভারতীয় টেনসিউইন ট্যাবলেট জব্দ করে। এর মূল্যে প্রায় ১০ লক্ষ টাকা। ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ট্যাবলেটগুলি শিবগঞ্জ থানায় জমা করা হবে।