চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে নিকাহ নিবন্ধনকারীদের সঙ্গে সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে নিকাহ নিবন্ধনকারীদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টা থেকে জেলা রেজিস্ট্রারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
গণউন্নয়ন কেন্দ্র’র ইউএসডিওএস ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস (এফএসটিআইপি) প্রজেক্টের আওতায় এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা রেজিস্ট্রার নাজির আহমেদ জীবন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— জেলা জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপরিচালক সাহিদা আখতার, সদরের সাব-রেজিস্ট্রার সাদেকুর রহমান। আলোচনায় অংশ নেন— জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল বারীসহ অন্যরা।
সভা পরিচালনা করেন গণউন্নয়ন কেন্দ্রের রাজশাহী অফিসের প্রকল্প কর্মকর্তা চন্দনা সরকার। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন চাঁপাইনবাবগঞ্জ গণউন্নয়ন কেন্দ্রের ফারজানা শারমীন।
বক্তারা মানবপাচার ও বাল্যবিয়ে প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন— বাল্যবিয়ে প্রতিরোধে মা-বাবাকেই প্রথমে সচেতন হতে হবে। আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।