চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে, ধর্র্র্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে সকলের উদ্দ্যোগ প্রয়োজন” শ্লোগানে আজ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে কর্মশালাটির সমাপনী অনুষ্ঠিত হয়। ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন ছিল আজ।
প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২০ জন ইমাম, কাজী, হিন্দু ও খ্রিষ্টান ধমের ধর্মগুরুগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি সমন্বয় করেন এসবিসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মি. উত্তম মণ্ডল। ৩ দিনের প্রশিক্ষণে আলোচক ছিলেন— ইসলামিক চিন্তাবিদ এবং বক্তা মুফতী মাওলানা হানিফ মো. আব্দুল কাদের, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদিন, চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এ বি জি এম গোলাম কিবরিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানাজার জেমস বিশ্বাস।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ বাল্যবিয়ে বন্ধে জনঅংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা গ্রহণের পাশাপাশি শপথ করেন, যেখানে বাল্যবিয়ে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন।