চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার ও অংশীজনদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সংলাপের আয়োজন করা হয়। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এই সংলাপের আয়োজন করে।
সংলাপে সভাপতিত্ব করেন হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. উম্মে জামিলা বেগম।
‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সংলাপে বক্তব্য দেন, পদ্মা ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সায়েদ, এসএসবিসি প্রকল্পের প্রতিনিধি মো. আব্দুর রহিম, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ বাবর আলী, মো. হাকিম আলীসহ অন্যরা।
সংলাপে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইউনিয়ন পরিষদে সদস্য, মসজিদের ইমামসহ অন্যরা অংশ নেন।
বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় বিষয়ে বিভিন্ন মতামত উঠে আসে সংলাপে। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন করেন।