চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ


চাঁপাইনবাবগঞ্জে “বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর আধিকার’ বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইউনিসেফের সহযোগিতায় মহারাজপুর ইউনিয়নের তিলকচাঁদপুরে বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন এই কমিউনিটি সংলাপের আয়োজন করে। সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক ও সমাজসেবক আবদুল রশিদ, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুল মালেক, ডা: আরিফ হোসেন, মনিরুজ্জামান মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সংলাপ অনুষ্ঠানে গ্রামের প্রায় ১০০ জন বিভিন্ন বয়সী নারী ও অভিভাবক উপস্থিত ছিলেন। সংলাপে অতিথিদের আলেঅচনা মধ্যে উঠে আসে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, শিশু ও মেয়েদের ইভটিজিং, শিশুর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিরোধের উপায়।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শিক্ষক, মাতবর, অভিভাবক সহ সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসার পাশাপাশি পারিবারিকভাবে সচেতন হতে আহ্বান জানান।
বাল্যবিয়ে-নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। বাল্য বিয়ের কুফল ও সমস্যা নিয়ে কথা বলেন বক্তারা। সংলাপে বাল্যবিয়ে কে “না” বলতে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়।

আলোচনার অগ্রগতি আনতে ১০০টি লিফলেট বিতরণ করে বিষয়গুলো হাতেনাতে বুঝিয়ে সচেতন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় অংশ নেন- “বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন” এর ভলেন্টিয়ার বিপ্লব আহমেদ, মিনহাজুল ইসলাম, খাদিজাতুল কুবরা অন্তরা, হাইউল ইসলাম, নাসিফ ইকবাল, তারেক হাসান, আবু রায়হান, আবদুল জাববার, দেলোয়ার হোসেন, নিলিমা খাতুন মিমিসহ অন্যরা।