চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করার লক্ষে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে অনুষ্ঠিত সংলাপে জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনরা অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি উচ্চ বিদ্যালয়ে ইউনিসেফের অর্থায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই সংলাপের আয়োজন করে। সংলাপে ‘বাল্যবিয়ে রোধ করা আমাদের দায়িত্ব’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে রোধে এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়াতে ও যথাসময়ে আইনের আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল ইসলাম, শিক্ষক, সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ারুল ইসলাম, আব্দুল বারী, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ’র ম্যানেজার উত্তম মন্ডলসহ অভিভাবক, ইমাম ও বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।