চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকা৩েল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিশু পরিবারে এ সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ। এ সময় তিনি বলেন, বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আলিম এবং সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস, এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সংলাপে বক্তারা বাল্যবিয়ের কুফল, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহিংসতার নেতিবাচক প্রভাব এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে বিদ্যমান আইন ও করণীয় বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, শিশু সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা জোরদার এবং সামাজিক প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা জরুরি।
সংলাপে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় অংশীজনদের কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় অংশীজনদের ওরিয়েন্টেশন/প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ শাখা এই কর্মসূচির আয়োজন করে। জেলা মডেল মসজিদের খতিব মোক্তার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল, প্রকল্পের কমিউনিটি সহায়তাকারী পলাশ আলী এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়। প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল বাল্যবিয়ের বিভিন্ন কুফল সম্পর্কে তার প্রেজেন্টেশনে তুলে ধরেন। এ সময় তিনি বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক, ইমাম, সমাজকর্মীসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
ওরিয়েন্টেশনে উপস্থিত সকলে তাদের জায়গা থেকে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু সুরক্ষায় করণীয় বিষয়ে মতামত দেন। শেষে সভাপতি খতিব মোক্তার হোসেন সমাপনী বক্তব্যে বলেন, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বিশেষ করে মেয়েদের শিক্ষিত করে তুলতে অভিভাবকদের ভূমিকাকে তিনি গুরুত্ব দেন।
ওরিয়েন্টেশনে স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মী, ১১-১৮ বছর বয়সী শিক্ষার্থী, যুব সমাজের প্রতিনিধি এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এই সংলাপ ও ওরিয়েন্টেশনের আয়োজন করে।