চাঁপাইনবাবগঞ্জে বারি সরিষা বিঘাপ্রতি ফলন ৬ মণ

222

চাঁপাইনবাবগঞ্জে বারি-১৪ জাতের সরিষা আবাদ করে ফলন পাওয়া যাচ্ছে প্রতিবিঘায় গড়ে ৬ মণ। আজ বিকেলে মাঠ দিবস ও পর্যালোচনামূলক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে। জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম মোড়ে সদর উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। সদর উপজেলা কৃষি অফিসার ড. জাহাঙ্গীর ফিরোজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোজদার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার সলেহ আকরাম, সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসারসহ ৮০ জন কৃষক-কৃষাণি। মাঠ দিবসের অনুষ্ঠানে জানানো হয় ২০১৮-২০১৯ অর্থবছরে কৃষক পর্যায়ে ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণ প্রকল্পের অর্থায়নে বালিয়াডাঙ্গাসহ সদর উপজেলার ৬টি ইউনিয়নে উন্নতমানের বীজ উৎপাদনের লক্ষে এক একর করে জমিতে বারি সরিষা-১৪ চাষ করা হয়।