চাঁপাইনবাবগঞ্জে বারঘরিয়া ও দেবীনগরে ত্রাণ বিতরণ

177

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ও দেবীনগর ইউনিয়নের পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে বারঘরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া, রিফুজিপাড়া ও পালপাড়ার পানিবন্দি ১০০ পরিবারের মাঝে ১০ কেজি করে সরকারিভাবে বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়।
সেই সঙ্গে প্রতিটি পরিবারের মাঝে ৫টি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম, ইউনিয়ন পরিষদের সদস্যরা।অন্যদিকে দুপুর ১২টা থেকে জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে ৫, ৪, ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের কাচারিপাড়া, বাগানপাড়া, হড়মা ও নবীনগর এলাকার পানিবন্দি ৩০০ পরিবারকে ১০ কেজি করে চাল ও ৫টি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন এসব ত্রাণ বিতরণ করেন। এ-সময় উপজেরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম বিশ্বাসসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।