চাঁপাইনবাবগঞ্জে বাজার তদারকিমূলক অভিযানে ২৮ হাজার টাকা জরিমানা

188

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) সৈয়দ মোস্তাক হাসানের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ªধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় আজ এ অভিযান চালায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর বাজার ও বটতলা হাট বাজারে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও নগদ অর্থ জরিমানা আদায় করা হয়। হরিপুর বাজারে অরুণ স্টোর, বিরেণ স্টোর ও ভাই ভাই মিষ্টান্ন ভা-ারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী পণ্যের মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে ধারা ৩৮ অনুযায়ী ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া বটতলা হাট বাজারে একই অপরাধের জন্য ফারুক স্টোর ও রমজার শস্য ভা-ারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা এবং হিরেণ সাহা স্টোর, মরিয়ম স্টোর, আখতার স্টোর ও দ্বীগেন সাহা স্টোরকে ৩ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সহায়তা করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজর পরিচালক মো. শহিদুল ইসলাম ও এম কোরাইশী নিলু। অভিযানে নিরাপত্তা বিধানে সদর থানা পুলিশের একটি টিম নিয়োজিত ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেলে জহিরুল ইসলাম জানান।