চাঁপাইনবাবগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ ও চিকিৎসা সেবা প্রদান

455

চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলতি বন্যায় সবচাইতে ক্ষতিগ্রস্থ এলাকার মধ্যে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর ৩ নং ওয়ার্ডে দূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জে ১৯৯৫ সালে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংগঠন দূরন্ত’৯৫। আজ দুপুরে ওই এলাকার রহমত নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ৩ কেজি করে চাল, ১ কেজি আলু, আধা কেজি ডাল, ২ প্যাকেট বিস্কুট ও নগদ ১০০ টাকা করে বিতরণ করে সংগঠনটি। এ সময় ৯৫ ব্যাচের সদস্য চিকিৎসক আখতারুল আলম পলেন ৪০ জন দূর্গত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও তাঁদের মাঝে বন্যা পরবর্তী সাধারণ রোগ সমূহের প্রাথমিক ঔষধ, খাবার স্যালাইন বিতরণ করা হয় ও ব্যবস্থাপত্র করে দেয়া হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ব্যাচের সদস্য ও রহনপুর পৌরসভা ৩নং ওয়ার্ড কাউন্সিলর মানিক হোসেন, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখা চেয়ারম্যান আ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আজাদী আক্তার সুমী, এনজিও কর্মকর্তা ওয়াহিদ চৌধুরী, আশিক, রায়হানসহ অন্যান্যরা।