চাঁপাইনবাবগঞ্জে বন্ধুসভার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বুধবার দুপুরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থীর মধ্যে আমলকি, ছাইতন, বহেরা, চালতা, হরিতকি গাছের চারা বিতরণ করে চাঁপাইনবাবগঞ্জের বন্ধুসভার বন্ধুরা। এসময় রোপণকৃত চারার যত্ন নিতে শিক্ষার্থীদের উৎসাহ দেয়া হয়।
দুপুর পৌনে ১টার দিকে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের হাতে হাতে এসব গাছের চারা তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, পরিবেশ ও সমাজকল্যান সম্পাদক রাকিবুল হাসান বিশাল, বন্ধু উৎস আসেফ, আহমেদ ওয়ালিদসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকবৃন্দ।
গাছ বিতরণ শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন— বিদ্যালয়ের প্রধান হারুন-অর-রশিদ, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।