চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিবস, গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালন উপলক্ষে সভা

338

চাঁপাইনবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পৃথকভাবে সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম, স্থানীয় সরকার বিভাগের চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস, চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।