চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

245

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নাামেন্ট। জেলা পর্যায়ে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ত্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করেছে। আজ বিকেল ৩ টায় ডা.আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন, সদর আসনের সংসদ সদস্য আবুল ওদুদ এমপি। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ হোসেন খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সাবেক এমপি জিয়াউর রহমান, পৌর মেয়র শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান তালুদকার রেজা তালুকদার রুমি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শফিকুল আলম ভোতা ও সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, বিষিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্র নেতা সামিউল হক লিটন।
বক্তব্য দিতে গিয়ে এমপি বলেন, খেলায় হারজিৎ থাকবে। আর সেটা মনে রেখেই আপনাদের ভালো খেলতে হবে। আমরা ভালো খেলা দেখতে চাই। এ জেলার ফুটবলের ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নাটোর জেলা ফুটবল দল বনাম রংপুর জেলা ফুটবল দল। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নাটোর জেলা ফুটবল দল বনাম রংপুর জেলা ফুটবল দল। রংপুর জেলা ফুটবল দল ২-১ গোলে নাটোর জেলা ফুটবল দলকে পরাজিত করে। ৮০ মিনিটের এ খেলা পরিচালনা করেন, শামসুল আলম। তাকে সহযোগিতা করেন তোফিজুর রহমান পুতুল ও শেখ ফরিদ সায়েম এবং চতুর্থ পরিচালক ছিলেন তারাজ উদ্দিন। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। অন্যদলগুলো হচ্ছে-চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল, রাজশাহী জেলা ফুটবল দল, নওগাঁ জেলা ফুটবল দল, বগুড়া জেলা ফুটবল দল, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল দল।