01713248557

চাঁপাইনবাবগঞ্জে ফিল্টিপাড়ায় যাত্রা শুরু করল রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ফিল্টিপাড়ায় কোল ক্ষুদ্র জাতিসত্তার পরিবারের শিক্ষার্থীদের শিল্পচর্চায় চালু হয়েছে রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র। শনিবার (২২ জুন) বিকেলে রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ঝিলিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া ও সম্পাদক গোলাম রশীদ, কোলদের নারী নেত্রী কল্পনা মুরমু, কবি ইহান আরভিন, আনিফ রুবেদ, ইউনিয়ন পরিষদ সদস্য শরিয়ত আলী, সুশান্ত সাহাসহ অন্যরা।
সূচনা বক্তব্য দেন রঙের ভাষা আর্ট অ্যান্ড ডিজাইন স্কুলের পরিচালক জগন্নাথ সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলশিক্ষক আশরাফুল ইসলাম।
বক্তারা বলেন, পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিসত্তার শিশুদের এগিয়ে নেয়ার জন্য রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র কাজ করবে। সামর্থ্য অনুযায়ী এ শিল্পচর্চা কেন্দ্রের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।
এ কেন্দ্রের পরিচালক জগন্নাথ সাহা বলেন, প্রাথমিক পর্যায়ের ১৫ জন ও মাধ্যমিক পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীকে নিয়ে যাত্রা শুরু করল রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র। এখানে চিত্রাঙ্কনসহ কুটির শিল্পবিষয়ক শিক্ষা দেওয়া হবে।