চাঁপাইনবাবগঞ্জে ফিলি*স্তিনে ইস*রাইলি গণ*হ*ত্যার প্রতিবাদে দিনব্যাপী বি*ক্ষোভ মিছিল
ফিলি*স্তিনে ইস*রাইলি গণ*হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ সদর সহ বিভিন্ন উপজেলায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দিনব্যাপী ব্যাপক বিক্ষোভ করেছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরে সর্বস্তরের জনগণের ব্যানারে শান্তিরমোড় এলাকা থেকে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শ্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা অব্যাহত থাকলেও জাতিসংঘের নীরব ভুমিকার কঠোর সমালোচনা করেন এবং মুসলিম দেশগুলোকে ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহবান জানান। সমাবেশে বক্তারা ইসরাইলি পন্য বয়কটেরও ঘোষণা দেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কোষাধ্যক্ষ মাহববুবুর রহমানের নেতৃত্বে দুপুরে ক্যাম্পাসের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভের পর পথসভায় বক্তব্য দেন আব্দুর রাহিম, আজিমুল ইসলাম মাহিন শেখ নাসিম, সাইমুম সাদাব, শোহান সহজ প্রমুখ।