চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ নিয়ে সেলাই মেশিন পেলেন ১৮ নারী

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনে প্রশিক্ষণ নিয়ে ১৮ জন দুস্থ ও অসহায় নারী পেয়েছেন সেলাই মেশিন। ২০২২-২০২৩ এবং ২০২৩ ও ২০২৪ অর্থ বছরের যাকাত বোর্ডের আওতায় পরিচালিত সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের এই ১৮ জন নারীকে মঙ্গলবার একটি করে নতুন সেলাই মেশিন প্রদান করা হয়। আজ সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশন ও ইসলমিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাকিব হাসান তরফদার। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল খালেক, টাউন জামে মসজিদের খতিব মাওলানা মো. মাহবুবুর রহমান।