চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরস্থ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয় হতে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ। র‌্যালিতে অংশ নেন প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, জ্যেষ্ঠ সহকারী পরিচালক (নিরীক্ষা) আবুল খায়ের খান, কনিষ্ঠ সহকারী পরিচালক ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন ফিরোজ আলম, স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, রেইজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আলম বিশ্বাস, কেস ম্যানেজমেন্ট অফিসার রাসেল আহমেদ, লাইফস্কিল অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট অফিসার মারুফ হোসেন, প্রয়াস হসপিটালের ব্যবস্থাপক রুহুল আমিন, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।

এদিকে, সদর উপজেলায় বালিয়াডাঙ্গা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নের যুব সমাজ কার্যক্রমের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ গোবরাতলা অফিসে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়। অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিট ব্যবস্থাপক অজিউর রহমান, হিসাবরক্ষক আসলাম উদ্দিন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিনসহ সমৃদ্ধি টিম। এছাড়াও স্থানীয় তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

অন্যদিকে, শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নে ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুমাত্রিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। আজ সকালে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ঘোড়া পাখিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল আলম, ইউপি সচিব সিরাজুল ইসলাম, প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক এজাজুল হক, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোশাররোফ হোসেন, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আসমাউল হকসহ ইউনিনের যুবসদস্য বৃন্দ।

অনুষ্ঠানগুলোতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ’র আর্থিক সহযোগিতায় এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।