চাঁপাইনবাবগঞ্জে প্রবীণদের মাঝে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন, এরফান গ্রুপ ও প্রবীণ হিতৈষী সংঘের সহযোগিতায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের আয়োজনে ৫০০ শীতার্ত ও প্রবীণের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামে জেলা শাখা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি ছিলেন জেলার অন্যতম শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান এরফান গ্রুপের ব্যবস্থপনা পরিচালক ও প্রবীন হিতৈষী সংঘ চাঁপাইনবাবগঞ্জের উপদেষ্টা মাহবুব আলম সিআইপি। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আফসার আলী, অন্যানের মধ্যে বক্তব্য দেন চেম্মারের সাবেক সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, জাগো নারী বহ্নি শিখার সভাপতি ফারুকা বেগম। উপস্থপনায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন চিকিৎসা সহায়তা কেন্দ্র সম্পাদক আমিনুল ইসলাম। এরফান গ্রুপের ব্যবস্থপনা পরিচালক ও প্রবীন হিতৈষী সংঘ চাঁপাইনবাবগঞ্জের উপদেষ্টা মাহবুব আলম সিআইপি। বলেন সামাজিক দায়বদ্ধতা থেকে এরফান গ্রুপ প্রতিবছর শীতার্তদের মাঝে এ কার্যক্রম চলমান থাকে। প্রবীণরা সর্বাগ্রে শ্রদ্ধেয় পথ চলার জন্য অনুকরণীয়। তাদের প্রয়োজন ও চাওয়া সবসময় গুরুত্বের সাথে দেখা হয়। এরফান গ্রুপ আগামীতেও এরকম ভালো কাজের সাথে আছে এবং থাকবে।